As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7002

অর্থনৈতিক

প্রকাশকাল: 8 Jul 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম হুজুর। আমি গ্রামের এক সাধারণ ছেলে। এই বছর অনার্সে ভর্তি হয়েছি। আমি দ্বীনের পথে ফিরে আসতে চাই, আমি নামাজ আদায় করার পাশাপাশি সব বাজে অভ্যাস (গান, আজেবাজে কথা, খারাপ সঙ্গ, গায়রে মারহাম মেয়েদের সাথে কথা বলাসহ অনেক কিছু) ত্যাগ করছি আলহামদুলিল্লাহ। আমি দাড়ি রাখতে চাই, বাবা মা রাখতে দেয় না। তারা বলেন, চাকরি হবে না , এটা ওটা বলে আমাকে দাড়ি কামাতে বলে। তাদের কথায় বাধ্য হয়ে তাই করেছি ৩/৪ বছর। এখন আমি দাড়ি চাই, আল্লাহ ও তাঁর রাসূলের পথে ফিরে আসতে চাই। এ ক্ষেত্রে বাবা মায়ের কথা অবাধ্য হওয়া যাবে কি? দয়া করে আমাকে সাহায্য করবেন, আমি পথ খুঁজে পাচ্ছি না।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পিতা-মাতা অবুঝ তাই এমন করছে। আপনি দাঁড়ি রাখুন। প্রথমে কয়েক দিন সমস্যা করলেও ধীরে ধীরে ঠিক হযে যাবে। শরীয়াহর বিধানের বাইরে পিতা-মাতাকে সন্তুষ্ট করার সুযোগ নেই। আল্লাহর কাছে দুআ করুন, যেন আপনার পিতা-মাতা ধর্ম পালনের গুরুত্ব বুঝতে পারে।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।