As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6981

নামায

প্রকাশকাল: 9 Jun 2024

প্রশ্ন

নামাজরত অবস্থায় সামনে দিয়ে কাউকে অতিক্রম করে যেতে দেখলে করনীয় কি?

উত্তর

নীচের হাদীসটি লক্ষ্য করুন: عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ “‏ إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيُصَلِّ إِلَى سُتْرَةٍ وَلْيَدْنُ مِنْهَا وَلاَ يَدَعْ أَحَدًا يَمُرُّ بَيْنَ يَدَيْهِ فَإِنْ جَاءَ أَحَدٌ يَمُرَّ فَلْيُقَاتِلْهُ فَإِنَّهُ شَيْطَانٌ ‏”‏ ‏.‏ আবদুর রহমান ইবনু আবূ সাঈদ (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের যে কেউ সালাত আদায় করতে চাইলে যেন সুতরা সামনে রেখে সালাত পড়ে এবং তার নিকটবতীৃ হয়। সে যেন তা সামনে দিয়ে কাউকে অতিক্রম করতে না দেয়। অতএব যদি কেউ সামনে দিয়ে অতিক্রম করে, তাহলে সে যেন তার সাথে লড়াই করে। কারণ সে একটা শয়তান। সুনানু আবু দাউদ, হাদীস নং হাদীস নং ৯৫৪।   সহীহ মুসলিম, হাদীস নং ৫০৫। সুতরাং নামাযী ব্যক্তি সামনে সুতরা রাখার পর কেউ যদি সুরতার ভিতর দিয়ে অতিক্রম করে তাহলে সে তাকে ইশারা করে নিষেধ করবে। না শুনলে প্রয়োজনে হাত দিয়ে বাধা দিবে।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।