As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 697

অর্থনৈতিক

প্রকাশকাল: 27 Dec 2007

প্রশ্ন

আস্সালামু আলাইকুম। জনাব,আমি সৌদি আরবে থাকি, আমার রুম থেকে কর্মস্থলের দুরুত্ব ৭০কিঃমিঃ। আমাকে প্রত্যেক দিন সকালে যেতে হয় এবং সন্ধায় কাজ শেষে বাসায় ফিরে আসতে হয়। আমি কি কর্মস্থলে থাকা অবস্থায় নামাজ কসর করবো?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কসর আপনি তখনই করতে পারবেন যখন আপনি আধুনিক হিসাব অনুযায়ী ৭৮ কি, মি দূরে সফর করবেন। আপনি তো ৭০ কি. মি দূরে যান । সুতরাং এখানে কসর করতে পারবেন না।