আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 682

হাদীস ও উসূলুল হাদীস

প্রকাশকাল: 12 ডিসে. 2007

প্রশ্ন

খাবার খাওয়ার সময় বসার নিয়ম বা সুন্নাত বা তরীকাহ গুলী কি?

উত্তর

বিভিন্ন সহীহ হাদীসের উপর ভিত্তি করে হাফেজ ইবনে হাজার রহ. বলেছেন, فالمستحب في صفة الجلوس للاكل أن يكون جاثيا على ركبتيه وظهور قدميه أو ينصب الرجل اليمني ويجلس على اليسرى অর্থ: খাবারগ্রহন কারীর বসার ক্ষেত্রে মুস্তাহাব হলো, হাঁটুর উপর ভর করে দুই পায়ের উপর বসা কিংবা ডান পা সোজা করে (উচুঁ) করে বাম পায়ের উপর বসা। ফাতহুল বারী, ৯/৫৪২। আর অন্য একটি সহীহ হাদীস থেকে আরেকটি পদ্ধতি জানা যায় সেটা হলো উভয় হাটু উঠিয়ে বসা। সহীহ বুখারী, হাদীস নং ৫৪৫২।