As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 676

প্রশ্ন

হুজুর আমার নাম ইয়াসিন। আমার বাড়ি কোলকাতায়। আমার প্রশ্ন হল সবেবারাত এবং সবেকদর সময় দল্ল বদ্ধ ভাবে কবর যিয়ারাত করা যাবে। হাদিস টা একটু পাঠিয়ে দিন।

উত্তর

ভাই, শবে কদর বা বরাতে দলবদ্ধ হয়ে কবর জিয়ারতের কোন হাদীস নেই। আমাদের ওয়েব সাইডে এ সম্পর্কে লেখা আছে। দেখে নিতে পারেন।