As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6741

হালাল হারাম

প্রকাশকাল: 19 Feb 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ !  আশাকরি আল্লাহর দয়ায় ভালো আছেন । আপনার কাছে আমার একটি প্রশ্ন হলো আমি নতুন করে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি সেখানে কাজটা হলো এমন ভিডিও এডিটিং করা। কিছু- কিছু সময় ভিডিও তে মহিলা মানুষ ও থাকেন ঐ মহিলা মানুষের ভিডিও এডিট করলে আমার ইনকাম কি হালাল হবে? ভিডিও এডিটিং কাজগুলো হলো, কথার সাথে লেখা দিয়ে টাইটেল বানানো এবং কালার কারেকশন করা, লগো  এড করা, প্রোডাক্ট এর কিছু ছবি এড করা এই টাইপের কাজ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পর্দাহীন মহিলাদের ভিডিওতে দেখানো নিষিদ্ধ। সুতরাং আপনার করা ভিডিওতে যদি এমন ছবি থাকে তাহলে সেটা নিষিদ্ধ, তার থেকে উপার্জনও হালাল হবে না।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।