As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 674

নামায

প্রকাশকাল: 4 ডিসে. 2007

প্রশ্ন

প্রিয় এডমিন ভাই, আমি স্যারের অনেক ভক্ত। উনায় বিদায় সত্যি অনেক বেদনাদায়ক! আল্লাহ্ আজওয়াজাল উনাকে বেহেস্ত নসিব করুন! আমিন। আমার একটা প্রশ্ন ছিলো ভাই এডমিন। আমাদের প্রায় সকল মসজিদেই তারাবীহ সলাত দ্রুত পড়ায়। বিশেষ করে খতমে তারাবীহ। আর সুরা তারাবীহ কেমনে পড়ায় জানি না। তবে মনে হয় সুরা তারাবীহ খতমে তারাবীহর থেকে একটু স্লো হতে পারে। শায়েখের কথায় বুঝা গেলো খতমে তারাবীহ পড়তে গিয়ে সওয়াবের আশায় আমরা সাধারণত গুনাহই করছি। এখন কথা হচ্ছে, এখেত্রে আমার করনীয় কি? আমি ফাসেকি করতে চাচ্ছি না। আমি সুরা জামাত পড়ব নাকি বাড়িতে সলাত পড়ব। যদি বাড়িতে পড়ি তাহলে সাধারনত যদি প্রতি রাকাতে আমি ৫ মিনিট সময়ও নিই( যেহেতু আমার বড় বড় সুরাগুলো এখনও মুখস্ত নেই) ১০০ মিনিট বা প্রায় পৌনে দুই ঘন্টা সময় বা ২ ঘন্টায় আমার ২০ রাকাত সলাত পড়তে সময় লাগবে। আমার জন্য বেস্ট অপশন কোনটা?
১! সুরা তারাবীহ জামাতে আদায় করা। ২! বাড়িতে নিজে সলাত আদায় করা ধীরেসুস্থে। দয়া করে জানালে খুসি হবো। জাজাকাল্লাহ।

উত্তর

আপনার মত অনেকেই এমন সালাতে তৃপ্তি পায় না। আপনার প্রশ্ন দেখে মনে হচ্ছে আপনার বাড়িতে সালাত আদায় করাই উত্তম। আপনি বাড়িতেই পড়ুন। হাদীসে একাকী তারাবীহ সালাত আদায়কেই উত্তম বলা হয়েছে। ইচ্ছা থাকা সত্বেও সময় কম থাকার কারনে বিস্তারিত বলতে পারলাম না বলে দু:খিত।