As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6721

নামায

প্রকাশকাল: 13 Feb 2024

প্রশ্ন

মসজিদ দূরে হলে কি ঘরে সালাত আদায় করা যাবে?

উত্তর

মসজিদ দূর হলে হাতে বেশী সময় নিয়ে মসজিদে যেতে হবে। বাংলাদেশে এতো দূরে সাধারণত মসজিদ হয় না, যেখানে দূরের কারণে মসজিদে যাওয়া অসম্ভব হয়। যেখানে মসজিদে যেতে ঘন্টা ঘন্টা সময় লাগে সেখানে ভিন্ন কথা। পুরুষ মানুষ সর্বদা মসজিদে সালাত আদায় করবে। যদি কখনো কোন কারণে সম্ভব না হয় তখনই কেবল বাড়িতে সালাত অদায় করবে।