As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6678

গুনাহ

প্রকাশকাল: 25 Jan 2024

প্রশ্ন

Assalamualaikum waromatulahi wabarakatu

আমার বয়স ১৫,আমার বাবা মা আমাকে মসজিদে (ফজর,মাগরিব,এশা) নামাজ পড়তে যেতে দেই না , এতে কি আমার কোনো গুনা হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি প্রাপ্তবয়স্ক যুবক। মসজিদে যেতে যদি কোন সমস্যা না থাকে তাহলে মসজিদে নামায আদায় করবেন। এক্ষত্রে বাবা-মায়ের কথা মান্য করা জরুরী নয়। কুরআন-সুন্নাহের আদেশের বিপরীতে বাবা-মায়ের কথা শোনা যাবে না। তবে যদি গ্রহনযোগ্য কোন কারণ থাকে তাহলে ভিন্ন কথা। যেমন এসময় মসজিদে গেলে শত্রুদের পক্ষ থেকে আক্রমনের সম্ভাবনা থাকে তাহলে বাড়িতে নামায পড়তে পারেন।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।