আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6633

প্রকাশকাল: 4 জানু. 2024

প্রশ্ন

ফরজ গোসল না করলে কি কোন গুনাহ হয়।

উত্তর

ফরজ গোসল মূলত করতে হয় নামায আদায় করার জন্য।  গোসল ফরজ  হওয়ার পর যখন কোন নামাযের ওয়াক্ত আসে তখন নামায আদায় করার জন্য গোসল করতে হবে। গোসল না করলে তো নামায পড়া যাবে না। নামায না পড়লে তো বড় ধরণের গুনাহ হবে। অ-মুসলিম হয়ে যাওয়ার কথাও হাদীসে আছে। সুতরাং গুনাহ হবে নামায না পড়লে, গোসল না করার জন্য নয়।