As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 6624
আসসালামুয়ালাইকুম, আজকে ১ টা মাসয়ালা দেখলাম যে দূষটামি করে কবুল বললে বা কেউ বিয়ে করলাম বললে আর মেয়ে চুপ থাকলে বিয়ে হয়ে যায়। এখন আমার মনে খুব ভয় হচ্ছে যে আমি জেনারেল লাইনে পড়ার দরূন অনেক ছেলে বন্ধু ছিলো। আল্লাহ মাফ করুক কয়েক জনের সাথে রিলেশনও ছিলো। এখন আমি

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6624

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, আজকে ১ টা মাসয়ালা দেখলাম যে দূষটামি করে কবুল বললে বা কেউ বিয়ে করলাম বললে আর মেয়ে চুপ থাকলে বিয়ে হয়ে যায়। এখন আমার মনে খুব ভয় হচ্ছে যে আমি জেনারেল লাইনে পড়ার দরূন অনেক ছেলে বন্ধু ছিলো। আল্লাহ মাফ করুক কয়েক জনের সাথে রিলেশনও ছিলো। এখন আমি সিওর মনে করতে পারছিনা কখনো কারো সামনে কবুল বলেছি কিনা, এছাড়া ও অনেক সময় দেখা যায় অনেক নন মাহরাম নানা বা দাদা ওনারা দূষটামি করে বউ বলে বা বিয়ে করলাম বলে আর সেখানে বাবা ও উপস্থিত থাকে তাহলে ও তো বিয়ে হয়ে যায়।আবার অনলাইনে পিক দিয়ে আমার বউ লিখে ছাড়লেও নাকি বিয়ে হয়ে যায়। এখন আমার খুব টেননশন হচ্ছে যে আমার সাথে যদি এমন কওছু হয়ে থাকে আর আমি তা জানিনা তাহলে তো আমার বর্তমান সংসার হারাম। আর আমি ভুলে যাই শুধু। যার কারনে স্পষ্টত মনে ও করতে পারছিনা কারো সাথে কবুল বলেছি কীনা আর কেউ আমায় আমার বাবার সামনে যদি দূষটামি করে ও বউ বা বিয়ের প্রস্তাব দেয় আর আমি চুপ থাকি। এগুলো ভেবে আমার খুব মানষিক কষ্ট হচ্ছে

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এগুলো স্পর্শকাতর বিষয়। যেহেতু নির্দিষ্টভাবে কিছু মনে করতে পারছেন না, সেহেতু এটা নিয়ে নতুন করে চিন্তা করার দরকার নেই। ভবিষ্যতে যেন এই ধরণের কোন সমস্যা সৃষ্টি না হয় সেদিকে খেয়াল করবেন। আপনার সন্তানদের বিষয়েও খেয়াল রাখবেন। অতীত কর্মের জন্য আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চেয়ে নিবেন। আল্লাহ আপনার ভবিষ্যত জীবন ভাল করুন।