আস্ সালামু আলাইকুম । আমি কাজী অফিসে গিয়ে একটি মেয়েকে বিয়ে করি… যেখানে অভিভাবক উপস্থিত ছিলেন না… পরবর্তীতে মেয়ের বাবা হুমকি ও ভীতি প্রদর্শন করে আমাদের দুজন কে খোলা তালাক এর ফরম এ স্বাক্ষর করতে বাধ্য করেন… আমরা মুখে কিছু উচ্চারণ করিনি বা আমাদের অন্তরে ও ছিল না তালাক এর ইচ্ছে…. আর আমাদের বিয়েটা মেয়ের বড় ভাই মেনে নিয়েছিল…
পরবর্তী তে আমরা এখনো পরস্পরের সাথে যোগাযোগ রাখছি আর আমরা নিজেদের এখনো স্বামী স্ত্রী হিসেবে ই মনে করি… আর আশা করি আল্লাহ সব কিছু ঠিক করে আমাদের আবার এক করে দিবেন…
এখন আমাদের কি গুনাহ হচ্ছে?