As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 66
আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। মুহতারাম,কোন ছাহাবী বা তাবেয়ী কখন অনারব ভাষায় জুমআর দ্বিতীয় খুতবা দিয়েছেন কিনা দলীলের আলোকে জানালে কৃতজ্ঞ হব।

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 66

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। মুহতারাম,কোন ছাহাবী বা তাবেয়ী কখন অনারব ভাষায় জুমআর দ্বিতীয় খুতবা দিয়েছেন কিনা দলীলের আলোকে জানালে কৃতজ্ঞ হব।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। কোন সাহাবী বা তাবেঈ জুমুয়ার কোন খুৎবা আরবী ছাড়া অন্য কোন ভাষায় দিয়েছেন বলে জানা যায় না। তবে তাঁরা আরবী ভাষায় ব্যবহার হয় এমন দুচারটা অন্য ভাষার শব্দ খুৎবার মধ্যে ব্যবহার করতেন। এছাড়াও আঞ্চলিক আরবী ভাষায় সাহাবী তাবেয়ীগন খুৎবাহ দিতেন বলে জানা যায়। এই বিষয়ে বিস্তারিত জানতে পড়ুন খুতবাতুল ইসলাম বইটির ভূমিকা, পৃষ্ঠা ১৩-২৮।