আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 658

বিবিধ

প্রকাশকাল: 18 নভে. 2007

প্রশ্ন

আসসালামুয়ালায়কুম, আমি একটি পাপ কাজ বার বার করতাম। অনেক চেষ্টার পর ও ছাড়তে পারিনাই। একদিন আল্লাহর নামএ শপথ করেসিলাম যে এই পাপ কাজ আর করবনা, কিন্তু কিছুদিন পর আবার আমি পাপ কাজটি করে ফেলি, আমর প্রশ্ন হলো এখন আমাকে কিভাবে এটার কাফফারা দিতে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কসমের কাফফারা নিম্নরূপ : (তিনটির যে কোন একটি) (১) দশজন মিসকীনকে খানা খাওয়ানো। (২) দশজন মিসকীনকে সালাত আদায় করতে পারে এতটুকু পোশাক দেয়া। (৩) ত্রটিমুক্ত একজন মুমিন দাস মুক্ত করে দেয়া। কাফফারা আদায়কারী তিনটির যে কোন একটি বেছে নিবে। যদি উল্লেখিত কোন একটি না পায় তাহলে একাধারে তিন দিন রোযা রাখবে। ইরশাদ হচ্ছে : لَا يُؤَاخِذُكُمُ اللَّهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ وَلَكِنْ يُؤَاخِذُكُمْ بِمَا عَقَّدْتُمُ الْأَيْمَانَ (المائدة:৮৯) আল্লাহ তাআলা তোমাদের কসমগুলোর মধ্যে অর্থহীন কসমের জন্যে পাকড়াও করবেন না। কিন্তু তিনি তোমাদেরকে ঐ কসকমসমূহের জন্যে পাকড়াও করবেন, যেগুলোকে তোমরা (ভবিষ্যত বিষয়ের প্রতি) দৃঢ় কর, (অর্থাৎ ইচ্ছাকৃত শপথ)। (সুরা মায়েদাহ :৮৯) সুতরাং এর কাফফারা হচ্ছে দশজন অভাবগ্রস্থকে (মধ্যম ধরণের) খাদ্য প্রদান করা, যা তোমরা নিজ পরিবারের লোকদেরকে খাইয়ে থাক, কিংবা তাদেরকে (মধ্যম ধরণের) পরিধেয় বস্ত্র দান করা কিংবা একটা গোলাম বা বাঁদী মুক্ত করে দেয়া, আর যে ব্যক্তি সমর্থ না রাখে, সে একাধারে তিন দিন রোযা রাখবে। এটা তোমাদের কসমের কাফফারা।