As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6539

হালাল হারাম

প্রকাশকাল: 18 Dec 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, ইদানীং ইউটিউবে প্রবেশ করলে Expert option নামক ট্রেডিং সাইট এর এড আসে আবার এরকম আরো কিছু আপ্লিকেশন আছে যেমন MTFE এই আপ্লিকেশন এ আমার অনেক বন্ধু জড়িত তারা এই আপ্লিকেশন এ ২০০ ডলার ডিপোজিট করে রাখে আর প্রতিদিন ৫ ডলার করে এক্সট্রা ডলার কমিশন পায় এটাকি হালাল হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, হালাল হবে না। সম্পূর্ণ হারাম হবে। বিভিন্ন কারণে এটা সুদের অন্তর্ভূক্ত।  

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।