As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 6503
আমি ছাত্র মেসে থাকি। এখানে প্রায় কেউ তেমন নামাজ পরে না। মেসে একেক দিন একেক জন বাজার করে। এখন তাঁদের আনা মুরগি কি খেতে পারবো?? এছাড়া আমার কাছে কোনো উপায়ও নেই। যেহেতু সবজায়গায় বেনামাজী আছে

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6503

প্রশ্ন

আমি ছাত্র মেসে থাকি। এখানে প্রায় কেউ তেমন নামাজ পরে না। মেসে একেক দিন একেক জন বাজার করে। এখন তাঁদের আনা মুরগি কি খেতে পারবো?? এছাড়া আমার কাছে কোনো উপায়ও নেই। যেহেতু সবজায়গায় বেনামাজী আছে

উত্তর

জ্বী, তাদের আনা মুরগী খেতে সমস্যা নেই। আপনি নামায পড়বেন, ইসলামের অনুশাসন মেনে চলবেন। সমস্যা হলে মেস বদল করবেন।