আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 649

নামায

প্রকাশকাল: 9 নভে. 2007

প্রশ্ন

যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত ছলাত ছেড়ে দিল তাকে কি কাফের বলা যাবে? যেমন সে চার ওয়াক্ত পড়ে আর ইচ্ছা করে বা কুপৃবৃত্তির কারণে বা কষ্টের কারণে অর্থাৎ শরীয়তী কারণ ছাড়াই এক ওয়াক্ত ছলাত পড়ে না। যারা শুধু জুমুআর ছলাত আদায় করে, আর মাঝে মাঝে ছলাত আদায় করে যেমন রমজান মাস আসলে পড়ে, পরে আর পড়ে না, তাকে কি কাফের বলা যাবে? আসলে ছলাত ত্যাগকারী ব্যক্তির ক্ষেত্রে কাফির বলার মূলনীতি কি? কাফির হলে কি সে ইসলাম খেকে বেরিয়ে গেল? এরূপ ব্যক্তি আবার কিভাবে ইসলামে প্রবেশ করবে?

উত্তর

সালাত তরক করলেই কাউকে কাফের বলা যাবে না। কখন মানুষকে কাফের বলা যায় জানতে পড়ুন, ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. রচিত কুরআন-সুন্নাহর আলোকে ইসলামী আকীদা বইয়ের ৫১৭-৫২১ পৃষ্ঠা।