As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6489

অর্থনৈতিক

প্রকাশকাল: 5 Nov 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, অনেক আলেম বলে থাকেন কোন ব্যংকই বর্তমানে সুদ মুক্ত নন। ব্যাংকের চাকুরী কোন ভাবেই হালাল না। কেননা কোন ব্যাংক ইসলামি শরিয়ত মোতাবেক চলে না। ইসলামী ব্যাংক যতই বলুক না কেন তারা সুদের আওতাভুক্ত।

ব্যাংক বিষয়ে আপনাদের অবস্থান পরিষ্কার করুন, কেননা আপনাদের উত্তর  উপর আমরা নির্ভরশীল।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সুদমুক্ত না হলে সেই ব্যাংকে লেনদেন সম্পূর্ণ হারাম। নাম ইসলামী হলেও। যে ইসলামী ব্যাংক বা যে ব্যাংক শরীয়াহ মোতাবেক চলবে সেখানে লেনদেন জায়েজ। বাংলাদেশের কোন ইসলামী ব্যাংকের কোন বিষয় যদি আপনার কাছে আপত্তিমূলক মনে হয়, তাহলে সুস্পষ্টভাবে সে বিষয়ে প্রশ্ন করবেন তাহলে আমার সে বিষয়ে আলোচন করবো। ‘ইসলামী ব্যাংকগুলো সুদের আওতাভূক্ত’ যদি আপনার এটা মনে হয় তাহলে সুদমুক্ত কোন ব্যাংক থাকলে সেখানে লেনদেন করবেন। ইসলামী ব্যাংকগুলো তাদের সীমাবদ্ধতার পরও শরীয়াহ অনুযায়ী চলার চেষ্টা করছে। রাষ্ট্রীয় বিভিন্ন আইনের কারণে হয়তো কখনো কখনো বাধাগ্রস্ত হচ্ছে। কিন্তু সেগুলো অন্যান্য ‍সুদ ভিত্তিক ব্যাংকের মতো এটা বলা তাদের প্রতি অবিচার।