আস-সালামু আলাইকুম, অনেক আলেম বলে থাকেন কোন ব্যংকই বর্তমানে সুদ মুক্ত নন। ব্যাংকের চাকুরী কোন ভাবেই হালাল না। কেননা কোন ব্যাংক ইসলামি শরিয়ত মোতাবেক চলে না। ইসলামী ব্যাংক যতই বলুক না কেন তারা সুদের আওতাভুক্ত।
ব্যাংক বিষয়ে আপনাদের অবস্থান পরিষ্কার করুন, কেননা আপনাদের উত্তর উপর আমরা নির্ভরশীল।