As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6482

সালাত

প্রকাশকাল: 29 Oct 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমরা যাহারা দেশের বাহিরে (সিংগাপুর) থাকি তাহারা ফজরের সময় ঘুম থেকে উঠে নামাজ পড়ে কাজের সাইটের উদ্দেশ্যে বাহির হয়। সারাদিন থেকে রাত ১১ টার দিকে বাসায় ফিরে আসি। ৪ ওয়াক্ত নামাজ সচরাচর কাজের সাইটে পড়া হয়। বাসা থেকে কাজের সাইটের দুরত্ব গড়ে ২০ কিলোমিটার হয়। কখনোও কম কখনও বেশি। এই ক্ষেত্রে কি আমাদের ৪ ওয়াক্ত নামাজ কছর করতে হবে নাকি পুড়োটাই পড়তে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পুরোটাই পড়বেন। ৭৯ কিলোমিটারের ভিতরে হলে পুরো নামায পড়তে হবে,কসর করা যাবে না।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।