As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 6479
আমি সেনাবাহিনীতে চাকরি করতে ইচ্ছুক, কিন্ত সেখানে ট্রেনিং রত অবস্থায় দাড়ি রাখা যাবে না তবে ট্রেনিং শেষ হলেদাড়ি রাখার অনুমতি  আছে। এখন আমি কি এই ধরনের চাকরি করতে পারব। ইসলামি শরিয়ত অনুযায়ী জায়েজ হবে।

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6479

প্রশ্ন

আমি সেনাবাহিনীতে চাকরি করতে ইচ্ছুক, কিন্ত সেখানে ট্রেনিং রত অবস্থায় দাড়ি রাখা যাবে না তবে ট্রেনিং শেষ হলেদাড়ি রাখার অনুমতি  আছে। এখন আমি কি এই ধরনের চাকরি করতে পারব। ইসলামি শরিয়ত অনুযায়ী জায়েজ হবে।

উত্তর

একটা মুসলিম দেশে এই ধরণের নিয়ম খুবই দু:খজনক। এর জন্য কর্তৃপক্ষ দায়ী হবে। সাধারণ চাকুরী প্রার্থীরা বাধ্য হয়ে এমনটা করলে তাদেরকে আল্লাহ তায়ালা মাফ করে দিবেন ইনশাআল্লাহ।