As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 6473
আস-সালামু আলাইকুম, আমার বন্ধুর বাবারা দুই ভাই মিলে একটা খাসি কোরবানী দিতে চায়, এইভাবে দুইভাগে একটা ছাগলকে কি দেওয়া যাবে?

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6473

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমার বন্ধুর বাবারা দুই ভাই মিলে একটা খাসি কোরবানী দিতে চায়, এইভাবে দুইভাগে একটা ছাগলকে কি দেওয়া যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, একটি ছাগল দুজনের পক্ষ থেকে কুরবানী দেওয়া যাবে না। ছাগল, ভেড়া ও দুম্বা একজনের পক্ষ থেকে কুরবানী করতে হবে।