As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 6461
আমি একটা ডিজিটাল মার্কেটিং পেইড কোর্স কিনি, তারপর জানতে পারি কোন একটা টপিক নিয়ে এমন একজন ক্লাস নিবে যিনি বলতে গেলে হাদিস অস্বীকারকারী, ইউটিউব গুগল ও আলেমদের সাথে ডিবেটের ভিডিও দেখে বোঝা যায় কোরআনের সাথে মিলিত হাদিস মানে বললেও তা তাদের মধ্যে দেখা যায় না, বাকিগুলো অস্বীকার করে, এমন

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6461

প্রশ্ন

আমি একটা ডিজিটাল মার্কেটিং পেইড কোর্স কিনি, তারপর জানতে পারি কোন একটা টপিক নিয়ে এমন একজন ক্লাস নিবে যিনি বলতে গেলে হাদিস অস্বীকারকারী, ইউটিউব গুগল ও আলেমদের সাথে ডিবেটের ভিডিও দেখে বোঝা যায় কোরআনের সাথে মিলিত হাদিস মানে বললেও তা তাদের মধ্যে দেখা যায় না, বাকিগুলো অস্বীকার করে, এমন অবস্থায় আমার করনীয় কি? তার কাছে কি জ্ঞান নেওয়া যাবে! গেলে কতটুকু।

উত্তর

এই ধরণের মানুষের ধারে কাছেও যাওয়া যাবে না। জ্ঞান অর্জন তো অনেক দূরের কথা।  এদের কাছে গেলে যে কোন সময় তাদের বাতিল মতবাদের দিকে মন ঘুর যেতে পারে। তাই তাদের থেকে সর্বাবস্থায় দূরে থাকতে হবে।