As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 6434
শরিকে কোরবানীতে সবার টাকার বিশুদ্ধতা যাচাই করা তো সম্ভব নয় এক্ষেত্রে করণীয় কি? জাযাকাল্লাহ খাইরান

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6434

প্রশ্ন

শরিকে কোরবানীতে সবার টাকার বিশুদ্ধতা যাচাই করা তো সম্ভব নয় এক্ষেত্রে করণীয় কি? জাযাকাল্লাহ খাইরান

উত্তর

যতটুকু সম্ভব করবেন। বেশী সমস্যা মনে হলে ছোট পশু অর্থাৎ ছাগল, ভেড়া, দুম্বা কুরবানী দিবেন। তাহলে শরীকানার ঝামেলা থাকবে না।