As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 6431
আস-সালামু আলাইকুম…আমি আমার এক আত্মীয়ের বাসায় কিছু দিনের জন্য গিয়ে ওখানে নিকাব পরেই থাকছিলাম যেহেতু সেখানে আমার গায়রে মাহরাম উপস্থিত ছিলেন। গায়রে মাহরামদের সাথেও কম কথা বলছিলাম (নিকাব পরেই)। আমাকে তখন বলা হয়েছে যে, কুরআনে হিজাব পরতে বলা হয়েছে, কোনো পরপুরুষের সাথে সে আকর্ষিত হয় এরকম কণ্ঠে কথা বলতে

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6431

প্রশ্ন

আস-সালামু আলাইকুম…আমি আমার এক আত্মীয়ের বাসায় কিছু দিনের জন্য গিয়ে ওখানে নিকাব পরেই থাকছিলাম যেহেতু সেখানে আমার গায়রে মাহরাম উপস্থিত ছিলেন। গায়রে মাহরামদের সাথেও কম কথা বলছিলাম (নিকাব পরেই)। আমাকে তখন বলা হয়েছে যে, কুরআনে হিজাব পরতে বলা হয়েছে, কোনো পরপুরুষের সাথে সে আকর্ষিত হয় এরকম কণ্ঠে কথা বলতে নিষেধ করা হয়েছে এবং এরকম করে হিজাব পরে প্রায় সব কাজই করা যায়।তাই এভাবে নিকাব পরে থাকাটা বাড়াবাড়ি। আমি কি তাহলে ভুল করে বাড়াবাড়ি করে ফেলেছি? আর এর জন্য কি আমি গুনাহগার হবো?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, আপনি সঠিক কাজ করেছেন। নিকাব পরেই থাকবেন। যারা নিকাব পরাকে বাড়াবাড়ি বলেছে তারাই অপরাধমূলক কথা বলেছে, বাড়াবাড়ি করেছে। বিনা প্রয়োজনে নন মাহরামদের সাথে কোন কথা বলবেন না। এই ধরণের আত্মীয়দের বাড়িতেও বিনা প্রয়োজনে যাবেন না। আল্লাহ আপনাকে সঠিক পথে রাখুন।