As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 6420
আস-সালামু আলাইকুম, আমি কুরআন পড়ার সময় মুখ থেকে কিছু থুতুর ফোটা কুরআনে পরে যায়, এতে কি গুনাহ হবে আমার। দয়া করব জানাবেন ২. আমার বয়সের আগেই চুল পেকে যাচ্ছে, এই ক্ষেত্রে আমি কি বিশেষ প্রয়োজনে চুলে কলপ করতে পারবো?

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6420

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমি কুরআন পড়ার সময় মুখ থেকে কিছু থুতুর ফোটা কুরআনে পরে যায়, এতে কি গুনাহ হবে আমার। দয়া করব জানাবেন ২. আমার বয়সের আগেই চুল পেকে যাচ্ছে, এই ক্ষেত্রে আমি কি বিশেষ প্রয়োজনে চুলে কলপ করতে পারবো?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কুরআন তেলাওয়াতের সময় টিস্যু বা কাপড় রাখবেন মুখ মুছার জন্য। যাতে কিছুটা হলেও থুতু কম পড়ে। অনিচ্ছাকৃত এমন হওয়ার জন্য কোন গুনাহ হবে না।

২। রোগের কারণে চুল পেকে গেলে কালো করা যাবে বলে অনেকে বলেছেন। তবে এসব না করাই ভালো। বয়সের কারণে চুল পাকলে কালো করা যাবে না।