As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6402

অর্থনৈতিক

প্রকাশকাল: 10 Aug 2023

প্রশ্ন

আমাদের বাসায় এক মহিলা কাজ করে এবং তার একটি সন্তান আছে। এখন কি সেই কাজের মহিলা ফেতরা দিবে? আর যদি সে দেয় তাহলে তার ফেতরা সে নিজে দিবে নাকি আমরা তার ফিতরা দিয়ে দিবো?

উত্তর

সেই কাজরে মহিলার যদি যাকাতের নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে যে ফিতরা দিবে। না থাকলে সে ফিতরা নিতে পারবে। তার উপর ফিতরা যদি ওয়াজিব হয় তাহলে তার পক্ষ থেকে অন্য কেউ আদায় করে দিলেও আদায় হয়ে যাবে।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।