আস-সালামু আলাইকুম। আমার বাবা মুখে ৩ বার তালাক বলেছে। আমার জানা মতে এইভাবে বললে তালাক পতিত হয়। কিন্তু আমার কিছু কাছের মানুষ এইটা মানছে না। তারা বলছে ৩ তালাক বললে ১ তালাক কাউন্ট হবে। এইটা শায়েক সালেহ আল মুনাজ্জিদ, শায়েক উসাইমিন (র) তাদের ইসলামিক সাইটে ফাতোয়া দিয়েছেন। তাই অনেকে বলছে এই মতটাই স্ট্রং। এখন আমি জানতে চাচ্ছি কোন মতটা বেশি শক্তিশালী। ৩ তালাকে কি ৩ তালাক পতিত হবে নাকি ১ তালাক?