As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 6391
আস-সালামু আলাইকুম, আমি আমার কিছু কাজের জন্য ইতিকাফ মানত করেছিলাম ৩ দিন কিন্তু আমি সেটা পূরন করতে পারতেছি না..। এখন এর বদলে আমি কি করলে এই ৩ দিনের ইতিকাফ এর মানত আদায় হবে? জাজাকাল্লাহ❤️

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6391

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমি আমার কিছু কাজের জন্য ইতিকাফ মানত করেছিলাম ৩ দিন কিন্তু আমি সেটা পূরন করতে পারতেছি না..। এখন এর বদলে আমি কি করলে এই ৩ দিনের ইতিকাফ এর মানত আদায় হবে? জাজাকাল্লাহ❤️

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মানত পূরণ অসম্ভব হয়ে গেলে তার কাফফারা দিতে হবে। রাসূলুল্লাহ সা. বলেছেন, كفارة النذر كفارة اليمين মানতের কাফফারা হলো শপথের কাফফারা। সহীহ মুসলিম, হাদীস নং ১৬৪৫। কাফফারাহ হল- দশ জন মিসকিনকে দু’বেলা পেট ভরে খাইয়ে দেয়া অথবা দশ জন মিসকীনকে একজোড়া করে কাপড় প্রদান করা। অথবা গোলাম আজাদ করা। অথবা উপরোক্ত কোনো সাধ্য না থাকলে তিন দিন রোযা‌ রাখা।

لَا یُؤَاخِذُکُمُ اللّٰہُ بِاللَّغۡوِ فِیۡۤ اَیۡمَانِکُمۡ وَلٰکِنۡ یُّؤَاخِذُکُمۡ بِمَا عَقَّدۡتُّمُ الۡاَیۡمَانَ ۚ فَکَفَّارَتُہٗۤ اِطۡعَامُ عَشَرَۃِ مَسٰکِیۡنَ مِنۡ اَوۡسَطِ مَا تُطۡعِمُوۡنَ اَہۡلِیۡکُمۡ اَوۡ کِسۡوَتُہُمۡ اَوۡ تَحۡرِیۡرُ رَقَبَۃٍ ؕ فَمَنۡ لَّمۡ یَجِدۡ فَصِیَامُ ثَلٰثَۃِ اَیَّامٍ ؕ ذٰلِکَ کَفَّارَۃُ اَیۡمَانِکُمۡ اِذَا حَلَفۡتُمۡ ؕ وَاحۡفَظُوۡۤا اَیۡمَانَکُمۡ ؕ کَذٰلِکَ یُبَیِّنُ اللّٰہُ لَکُمۡ اٰیٰتِہٖ لَعَلَّکُمۡ تَشۡکُرُوۡنَ

তোমাদের বৃথা শপথের জন্যে আল্লাহ্ তোমাদেরকে দায়ী করবেন না, কিন্তু যেসব শপথ তোমরা ইচ্ছাকৃতভাবে কর সেই সকলের জন্যে তিনি তোমাদেরকে দায়ী করবেন। এরপর এর কাফ্ফারা দশজন দরিদ্রকে মধ্যম ধরনের আহার্য দান, যা তোমরা তোমাদের পরিজনদের খেতে দাও, বা তাদেরকে বস্ত্রদান, কিংবা একজন দাস মুক্তি এবং যার সামর্থ্য নেই তার জন্যে তিনদিন সিয়াম পালন। তোমরা শপথ করলে এটাই তোমাদের শপথের কাফ্ফারা, তোমরা তোমাদের শপথ রক্ষা কর। এইভাবে আল্লাহ্ তোমাদের জন্যে তাঁর বিধানসমূহ বিশদভাবে বর্ণনা করেন যেন তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন কর। —আল মায়িদাহ – ৮৯