As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 6389
আস-সালামু আলাইকুম। সম্প্রতি আমি ত্বকের সমস্যার কারণে হোমিওপ্যাথী ডাক্তারের শরণাপন্ন হই। ডাক্তার সাহেব আমাকে একটি কিছু তরল ঔষধ দেন। এর মধ্যে একটি বোতলে দেখতে পাই লেখা রয়েছে- এলকোহল ৯০%। আমি এ বিষয়ে ডাক্তার সাহেবের সাথে কথা বললে তিনি জানান, হোমিওপ্যাথীর প্রায় ঔষধই এলকোহল নির্ভর। এতে কোনো সমস্যা হবে না।

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6389

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। সম্প্রতি আমি ত্বকের সমস্যার কারণে হোমিওপ্যাথী ডাক্তারের শরণাপন্ন হই। ডাক্তার সাহেব আমাকে একটি কিছু তরল ঔষধ দেন। এর মধ্যে একটি বোতলে দেখতে পাই লেখা রয়েছে- এলকোহল ৯০%। আমি এ বিষয়ে ডাক্তার সাহেবের সাথে কথা বললে তিনি জানান, হোমিওপ্যাথীর প্রায় ঔষধই এলকোহল নির্ভর। এতে কোনো সমস্যা হবে না। তদুপরি, এ ব্যাপারে ইসলামে শরীয়াহ কী বলে তা জানার জন্য আপনাদের কাছে প্রশ্ন করছি। হোমিওপ্যাথি চিকিৎসার জন্য এলকোহল সম্পন্ন ঔষধ সেবন করা যাবে কিনা তা দয়া করে জানালে উপকৃত হবো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এলকোহল হলেই সেটা ইসলামে নিষিদ্ধ মদ বিষয়টি এমন নয়। এলকোহল একটি কেমিক্যাল বিশেষ, এ দ্বারা সর্বদা মদ বুঝানো হয় না। হোমিও ওষুধে সম্ভবত এই ধরণের কোন এলকোহল থাকে, যেটা মদ নয়। সুতরাং হোমিও ওষুধ খেতে কোন সমস্যা হবে না আশা করি।