As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 6376
রাসুল সাঃ ফজরের দুই রাকাত সুন্নত বাসায় পড়তেন নাকি মসজিদে পড়তেন সহি হাদিসের আলোকে জানালে উপকৃত হতাম।

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6376

প্রশ্ন

রাসুল সাঃ ফজরের দুই রাকাত সুন্নত বাসায় পড়তেন নাকি মসজিদে পড়তেন সহি হাদিসের আলোকে জানালে উপকৃত হতাম।

উত্তর

বাসায় পড়তেন। হাদীসে সুন্নাত সালাতগুলো বাসায় পড়তে উৎসাহিত করা হয়েছে।