As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 6367
আস-সালামু আলাইকুম। সময় প্রায় শেষ এখনি মাইকে খাবার বন্ধের ঘোষণা আসবে জেনেও আমি মুখে খাবার নেই খাবার চাবানো অবস্থায় মাইকে ঘোষণা আসে সেহেরির সময় শেষ হয়ে গিয়েছে আপনারা সবাই খাওয়া বন্ধ করুন। এই ঘোষণা চলাকালিন মুখে থাকা খাবার গিলে ফেলতে আমি পানি পান করি। আযান আরও কিছুখন পরে দেয়া হয়ে

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6367

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। সময় প্রায় শেষ এখনি মাইকে খাবার বন্ধের ঘোষণা আসবে জেনেও আমি মুখে খাবার নেই খাবার চাবানো অবস্থায় মাইকে ঘোষণা আসে সেহেরির সময় শেষ হয়ে গিয়েছে আপনারা সবাই খাওয়া বন্ধ করুন। এই ঘোষণা চলাকালিন মুখে থাকা খাবার গিলে ফেলতে আমি পানি পান করি। আযান আরও কিছুখন পরে দেয়া হয়ে ছিল। এখন আমার প্রশ্ন আমার রোজা কি হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সাহরীর সময় শেষ হয়ে গেলে কোন কিছু খেলে সেই রোজা হবে না। কাজা করতে হবে। ইচ্ছাকৃত এমন করা খুবই খারাপ কাজ।