As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 6358
আস-সালামু আলাইকুম, সন্মানিত শায়েখ, আমার গত বছর নেছাব পরিমান সম্পদ ছিল ১০ লক্ষ টাকা। বিগত যাকাত হিসাবের পরে কোন সম্পদ ধরুন আরো ৩ লক্ষ টাকা যোগ হলে আর তা যদি ১ বছর না পূর্ণ হয় তাহলে কত টাকার উপর এবার যাকাত হবে। ১০ লক্ষ নাকি ১৩ লক্ষ?

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6358

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, সন্মানিত শায়েখ, আমার গত বছর নেছাব পরিমান সম্পদ ছিল ১০ লক্ষ টাকা। বিগত যাকাত হিসাবের পরে কোন সম্পদ ধরুন আরো ৩ লক্ষ টাকা যোগ হলে আর তা যদি ১ বছর না পূর্ণ হয় তাহলে কত টাকার উপর এবার যাকাত হবে। ১০ লক্ষ নাকি ১৩ লক্ষ?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১৩ লাখ টাকার উপর যাকাত আসবে। নিসাব পরিমাণ সম্পদ হওয়ার পর বছর শেষে যত টাকা থাকবে সব টাকার যাকাত দিতে হবে।সব টাকার উপর বছর পার হওয়া আবশ্যক না।