As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6356

অর্থনৈতিক

প্রকাশকাল: 25 Jun 2023

প্রশ্ন

একজনের স্বর্ণ আছে 6 ভরির মতো আর তার হাসবেন্ড এর নগদ টাকা আছে 10 লাখ মতো। এক্ষেত্রে জাকাত দেয়ার বিধান কি? শুধু টাকার জাকাত দিতে হবে নাকি স্বর্ণেরও দিতে হবে? স্বর্ণ তো সাড়ে সাত ভরির কম। এই বিষয়টা স্পষ্ট করলে খুব উপকৃত হতাম।

উত্তর

স্ত্রীর সম্পদ থাকলে স্বামীর উপর যাকাত ফরজ হয় না। তেমনি স্বামীর সম্পদ থাকলেও স্ত্রীর উপর যাকাত ফরজ হয় না। সুতরাং স্বামী স্ত্রীর সম্পদ একসাথে মিলিয়ে হিসাবের কোন সুযোগ নেই। স্ত্রীর যেহেতু শুধু স্বর্ণ আছে ৬ ভরি, আর অন্য কোন সম্পদ নেই তাই তার উপর যাকাত ফরজ নয়। শুধু স্বর্ণ থাকলে সাড়ে সাত ভরি হলে তখন যাকাত ফরজ হয়। আর স্বামীর যেহেতু ১০ লাখ টাকা আছে তাই তাকে যাকাত দিতে হবে।