আস-সালামু আলাইকুম শায়খ, আমার একটা প্রশ্ন যাকাত নিয়ে? আমার কাছে ৩ ভরি স্বর্ন আছে আর সাথে ৪-৫ হাজার টাকা আছে,কোনো রুপা নেই। আমার কি এখন যাকাত দিতে হবে। জানালে খুবই উপকার হবে।
ক্যাটাগরি
প্রশ্নোত্তর 6346
আস-সালামু আলাইকুম শায়খ, আমার একটা প্রশ্ন যাকাত নিয়ে? আমার কাছে ৩ ভরি স্বর্ন আছে আর সাথে ৪-৫ হাজার টাকা আছে,কোনো রুপা নেই। আমার কি এখন যাকাত দিতে হবে। জানালে খুবই উপকার হবে।