ক্যাটাগরি
প্রশ্নোত্তর 6340
আস-সালামু আলাইকুম। মৃত বাবা মার আখিরাতে লাভের জন্য সন্তানের করনিয় আমল কি কি? এবং কবর জিয়ারতের সময় কি কি আমল করা মাইয়াতের জন্য সবচেয়ে লাভজনক?
ওয়া আলাইকুমুস সালাম। মৃত বাবা-মার জন্য বেশী বেশী দুআ করবেন। নিজেন ভাষায় এবং কুরআন-হাদীসে বর্ণিত দুআ করা যাবে। এবং দান-সদকা করবেন। কবর জিয়ারতের সময় সালাম দিবেন আর নিজেদের ও তাদের জন্য দুআ করবেন। হাদীসে সালাম ও দুআ এভাবে এসেছে السَّلاَمُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ لَلاَحِقُونَ أَسْأَلُ اللَّهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ. সহীহ মুসলিম, হাদীস নং ২৩০২।