As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 634
জনাব, ধরুন আমার কাছে ১ বছর ধরে ব্যাংক কে গচ্ছিত ৪০০০০০/= টাকা আছে। তাছাড়া আরও ১৬৫০০০/= আমি মানুষকে ধার হিসেবে দিয়েছি যার সময়কাল ১ বছর হয়নি। তাহলে আমার কি ৪০০০০০ এর উপর যাকাত দিতে হবে নাকি (৪০০০০০+১৬৫০০০)= ৫৬৫০০০ টাকার উপর যাকাত দিতে হবে? দয়া করে উত্তরটি জানাবেন ।

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 634

প্রশ্ন

জনাব, ধরুন আমার কাছে ১ বছর ধরে ব্যাংক কে গচ্ছিত ৪০০০০০/= টাকা আছে। তাছাড়া আরও ১৬৫০০০/= আমি মানুষকে ধার হিসেবে দিয়েছি যার সময়কাল ১ বছর হয়নি। তাহলে আমার কি ৪০০০০০ এর উপর যাকাত দিতে হবে নাকি (৪০০০০০+১৬৫০০০)= ৫৬৫০০০ টাকার উপর যাকাত দিতে হবে? দয়া করে উত্তরটি জানাবেন ।

উত্তর

যাকাত নিসাব পূরণ হওয়ার পর যাকাত দেয়ার সময় যে সম্পদ থাকে তার যাকাত দিতে হয়ে। সুতরাং আপনি 565000 টাকার যাকাত দিবেন।