আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6327

অর্থনৈতিক

প্রকাশকাল: 27 মে 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম শায়েখ।। সূরা মায়িদায় বলা হয়েছে “যে আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো বানানো আইন মেনে চলে সেই কাফির, সেই মুসরিক, সেই ফাসিক” তাহলে যেই সকল গণতান্ত্রিক দেশে নিজের বানানো আইন দিয়ে দেশ চালায় সেই দেশের জনগণ আবার বিভিন্নভাবে সেই সরকারকে সাহায্য করে যেমন ভোট দিয়ে, সেই দেশে অন্য চাকরির মাধ্যমে সাহায্য করে। এখন কথা হচ্ছে নিজের আইন দিয়ে দেশ চালানোর এই যে গুনাহ এর ভাগ কি সেই দেশের জনগণ এর উপরেও আসবে? আর যদি আসে তাহলে এর কাফফারা কি হবে? কোরআন-হাদিসের আলোকে সমাধান চাই শায়েখ। জাজাকাল্লাহু খইরান

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, দেশের যে জনগণ এই ফাসেক সরকারকে ক্ষমতায় বসানোর জন্য কাজ করছে বা করবে, তাদের এই শাসন ব্যবস্থার প্রতি সন্তুষ্ট থাকবে, শরীয়াহ আইনের পরিবর্তে মানুষের বানানো আইনের প্রতি আস্থাশীল থাকবে তারা এই সরকারের সাথে গুনাহের ভাগিদার হবে। কাফফারা হলো তওবা করে আল্লাহর দিকে ফিরে আসা। আর চাকুরী যদি হালাল হয় তাহলে সে চাকুরী করা যাবে। ভাল মানুষকে ভোট দিতেও সমস্যা নেই।