As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6323

আকীকা

প্রকাশকাল: 23 May 2023

প্রশ্ন

ছোট ভাই তার বড় ভাইকে বিপদের সময় বেশ কিছু টাকা ধার দিয়েছিল। ৪ বছর পর যখন ছোট ভাই খুব বিপদে পড়লো তখন সে তার বড় ভাই থেকে পাওনা টাকা থেকে অল্প কিছু টাকা চাইলো কিন্ত বড় ভাই তার টাকা পরিশোধ না করে তার নবাগত বাচ্চার আকিকা দিল। এখন আমার প্রশ্ন হল এই ক্ষেত্রে আগে ছোট ভাই কে তার বিপদে পাওনা টাকার কিছু টাকা পরিশোধ করা উত্তম ছিল নাকি আকিকা দেওয়া উত্তম ছিল। আকিকা তো পরেও দিতে পারতো নাকি?

উত্তর

জ্বী, আগে পাওনা টাকা পরিষোধ করা আবশ্যক। বড় ভাইয়ের কাজটা উচিৎ হয় নি।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।