As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6321

নামায

প্রকাশকাল: 21 মে 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, শায়েখ যদি ইমামের পিছনে নামাজ পরার সময় ১-২ রাকাত নামাজ না পাই আর শেষ বৈঠকে বসে ভুল করে যদি তাশাহুদ এর সাথে দরুদ শরীফের কিছু অংশ বলে ফেলি তাহলে করনীয় কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কিছু করতে হবে না। স্বাভাবিক নিয়মে বাকী রাকআতগুলো আদায় করে নামায শেষ করবেন।