As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6303

বিবাহ-তালাক

প্রকাশকাল: 3 May 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমার ইচ্ছে ছিল দেশে গিয়ে আবারও বিবাহ সম্পন্ন করব। কোন কারণবশত আমি দেশে যাইতে পারি নাই, তাই আমার ওয়াইফকে সৌদি আরবে নিয়ে এসেছি। এবং নিয়ে আসার পরে এখানে আবারো বিবাহ সম্পন্ন করেছি।এভাবে,মেয়ে ছিল এক রুমে আমি ছিলাম আরেক রুমে মেয়ে দুইজন সাক্ষী সিলেক্ট করেছে, আমি দুইজন সাক্ষী সিলেক্ট করেছি। এবং কাজী সাহেব আমাদের বিবাহ পড়াই দিয়েছে, এটা কি শরীয়ত সম্মত বা হানাফি মাজহাব অনুযায়ী হয়েছে কি না একটু জানাবেন…? জাজাকাল্লাহ খাইর

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, আপনাদের শরীয়াহসম্মত হয়েছে।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।