আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6295

রোজা

প্রকাশকাল: 25 এপ্রিল 2023

প্রশ্ন

১) ইসলামিক ফাউন্ডেশন এর সতর্কতা মুলক সেহরির শেষ সময়ের ৬ মিনিট পর মসজিদে আজান দেয়। আজান দেয়ার পুর্ব পর্যন্ত পানাহার করা যাবে কিনা। ২) ইমামের পিছনে ফরজ নামাজে সুরা ফাতিহা পড়তে হবে কি?

উত্তর

সাহরির সময় শেষ পর আর খাওয়া যাবে না। আজানের সাথে কোন সম্পর্ক নেই। আযান পরেও দেয়া যায়। সতর্কতা সময় মেনে চলা উত্তম, যাতে কোন ভাবে রোজায় সমস্যা না হয়।