আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6289

হাদীস ও উসূলুল হাদীস

প্রকাশকাল: 19 এপ্রিল 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমার জানার বিষয় হচ্ছে যে, একজন মুসলমান যদি আরেক মুসলমানকে কাফের বলে যাকে কাফের বলা হয়েছে সে যদি আসলেই কাফের না হয় তাহলে এ বিষয়ে হুকুম কি? তাদের বৈবাহিক অবস্থা ঠিক থাকবে কিনা যদি তারা পুনরায় একসাথে থাকতে চায় তাহলে হুকুম কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, বৈবাহিক অবস্থা ঠিক থাকবে। এর কারণে কেউ কাফের হয়েও যাবে না। তবে কাউকে কাফের বলা বড় গুনাহ।রাসূলুল্লাহ সা. বলেছেন, ومن قذف مؤمنا بكفر فهو كقتله ‘‘কোনো মুমিনকে কুফরীতে অভিযুক্ত করা তাকে হত্যা করার মত অপরাধ। সহীহ বুখারী, হাদীস নং ৫৭০০। আর إِذَا كَفَّرَ الرَّجُلُ أَخَاهُ فَقَدْ بَاءَ بِهَا أَحَدُهُمَا ” . ‘যদি কোনো ব্যক্তি তার ভাইকে কাফির বলে, তবে এ কথা দু জনের একজনরে উপর প্রযোজ্য হবে।“ সহীহ মুসলিম, হাদীস নং ১১১। এর ব্যাখ্যা হলো যদি অপরজন কাফের না হয় তাহলে কাফের বলার কারণে তার গুনাহ হবে। দুজনের একজন কাফের হয়ে যাবে এমন নয়। শরহে নববী আলা মুসলিম, ২/৪৯।