ওয়া আলাইকুমুস সালাম। এক লাখে আড়াই হাজার টাকা যাকাত দিতে হবে। সে হিসেবে আপনাকে ৬ হাজার টাকার মত যাকাত দিতে হবে।
২। জ্বী, ফুফাতো ভাইয়ের স্ত্রী-সন্তানদের আপনি যাকাত দিতে পারবেন।
৩। যদি যাকাত নেয়ার মত অসহায় হয়, তাহলে রোহিঙ্গাদের যাকাত দিতে সমস্যা নেই।
৪। জ্বী, টাকার সাথে ৫ ভরি সোনার হিসাবও যাকাতের সাথে যোগ হবে। মোট টাকা হিসাব করে শতকারা আড়াই টাকা হারে যাকাত দিতে হবে।