As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6285

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। পিতা মাতার দিকে নেক নজরে তাকালে কবুল হজ্বের সওয়াব পাওয়া যায়। হাদীসটি কি সহীহ?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, হাদীসটি সহীহ নয়। এটা গ্রহনযোগ্য কোন হাদীস নয়। শায়খ আলবানী রহি. এটিকে মাওযু’ বা বানোয়াট কথা বলেছেন। সিলসিলাতুস যয়ীফাহ, নং ৬২৭৩।