যদি আপনি সতকর্তা হিসেবে কুলুখ নিয়ে হাটাহাটি করেন তাহলে সেটা জায়েজ। সবার শরীর এক নয়। রাসূলুল্লাহ সা. এর কোন সমস্যা হয় নি তাই করেন নি। যদি কোন মানুষের সমস্যা হয় যে, হাটাহাটি না করলে পরবর্তীতে পেশাব বের হতে পারে তাহলে তার হাটাহাটি করতে কোন সমস্যা নেই। তবে লোকালয়ে এমনভাবে টিস্যু নিয়ে হাটিাহাটি করবেন না, যা দেখতে দৃষ্টিকটু।