As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6271

নামায

প্রকাশকাল: 1 এপ্রিল 2023

প্রশ্ন

আস-সালামু ‘আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জেনেছি, নামাযরত অবস্থায় এমন কোনো কাজ করলে, যা বাইরে থেকে দেখে মনে হয় যে (নামাযরত ব্যক্তি) নামাযে রত নয়, তবে তার নামায ভঙ্গ হয়ে যাবে। যেমন- অযথা দাড়িতে হাত বুলানো, অযথা হাত ছেড়ে দেওয়া, বারবার এদিক-ওদিক তাকানো, পকেট থেকে কিছু বের করা ইত্যাদি। এখন আমার জানার বিষয় যে:- প্রচন্ড সর্দিতে এমনভাবে ভুগছি যে, একটু পরপরই নাক দিয়ে পানি বের হচ্ছে।

এমন অবস্থায় নামাযে দাঁড়ালে, একটু ক্ষণ পর পর নাক দিয়ে পানি বের হওয়ার কারণে পাঞ্জাবির পকেটে একটি টিস্যু রেখেছি। ফলে, নামাযরত অবস্থায় একটু পর পর নাক দিয়ে পানি আসলে পাঞ্জাবির পকেট থেকে টিস্যু বের করে নাক মুছে আবার পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে রেখেছি। এমনটা না করলে নাক দিয়ে পানি গড়িয়ে পড়তো, যা নামাযের এবং মসজিদের আদবের খেলাপ। এখন, আমি পকেট থেকে টিস্যু বের করে সর্দি মুছার ফলে কি আমার নামায ভঙ্গ হয়ে যাবে? দয়া করে উত্তরটি জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, অসুস্থতার কারণে বারবার নাক মুছলে নামায ভঙ্গ হবে না।