As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6268

সালাত

প্রকাশকাল: 29 Mar 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমি নামাজে লম্বা সময় ধরে কিয়াম করার জন্য কিছু সুরা মুখস্থ করেছি। কিন্তু সমস্যা হচ্ছে সূরাগুলো ধারাবাহিক মুখস্থ করতে পারেনি। যেমনঃ সুরা ইনফিতার, সুরা তাকভির মুখস্থ করেছি কিন্ত মাঝের দুটি সুরা এখনো মুখস্থ করা হয়ে উঠেনি। আবার এর পরের সুরা গুলা বুরুজ, ত্বরিক এগুলা মুখস্থ করেছি। আমার প্রশ্ন হচ্ছে- আমি একই রাকাতে সুরা ইনফিতার, সুরা তাকভির পড়ে মাঝের দুটা সুরা না পড়ে পরের সুরাগুলা পড়ে নামাজ আদায় করতে পারব কিনা? আগের প্রায় সব প্রশ্নের উত্তর দিয়েছেন, তাই আপনাদের ধন্যবাদ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, একই রাকআতে বিভিন্ন সূরা পড়তে পারেন। ধারবাহিকভাবে পড়া আবশ্যক কিছু না। মাঝের সূরাগুলো মুখস্ত করে নিবেন। তখন ধারাবহিকভাবেও পড়তে পারবেন। আল্লাহ আপনার ইবাদত কবুল করে নিন।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।