আস-সালামু ওয়ালাইকুম। আমি আমার স্ত্রীকে বহুবার বুঝাবার চেষ্টা করেও ব্যর্ত হয়ে তালাক দেই। আমি যখন তালাক দেই তখন তাকে সরাসরি না দিয়ে তার পিতাকে বলি আপনার মেয়েকে তালাক। তার বাবার কাছে তালাক দিয়েছি কারন তারা আমার সংসারটাকে বেশি নষ্ট করছে তাই তাদের প্রতি রাগটা ছিল বেশি। এখন তালাক দেয়ার সময়ে আঃ রাজ্জাক বিন ইউসুফের একটা ওয়াজে শুনেছিলাম একবারে অনেকবার তালাক দিলেও একবারই হয়, তিনবারে তিন তালাক দিতে হয় তাই আমি বেশি ভয় দেখানোর জন্য তিনটা একসাথে দিয়েছি, আমার উদ্যেশ্য পুরোপুরি সম্পর্ক ছিন্ন করা ছিল না। যখন আমি তালাক দেই তখন সে অপবিত্রও ছিল। পরে আমি জানতে পারি একসাথে তিন