ক্যাটাগরি
প্রশ্নোত্তর 6265
১. আমার এক বন্ধু তার এক নিকটাত্মীয়কে যাকাতের টাকা দিয়ে কিছু করে দিতে যাচ্ছে। এজন্য সে চাচ্ছে প্রতিবছর তার প্রদেয় যাকাতের টাকা ব্যাংকে জমা রাখতে। ৫/৭ বছর পরে,ব্যাংকে সঞ্চিত টাকা তুলে একবারে তার আত্মীয়কে দিয়ে দিবে। এভাবে যাকাত দেওয়া কি বৈধ?
২.এভাবে প্রদেয় যাকাতের ব্যাংকে সঞ্চিত অর্থ প্রতিবছর নিসাবের সাথে কি যোগ করতে হবে?
না, এভাবে টাকা নিজের কাছে জমা রেখে যাকাত আদায় হবে না। যাকে যাকাত দিবেন তাকে ঐ টাকার পূর্ণ মালিকানা দিয়ে দিতে হবে।