As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6263

প্রশ্ন

বিয়ে করছি যৌতুক নিয়ে। এখন মনের মধ্যে খারাপ লাগা কাজ করছে। আমি অনুতপ্ত কিন্তু যৌতুক ফেরত দেয়ার মতো সামর্থ নেই। এখন আমার করনীয় কি?

উত্তর

একবারে না পারেন অল্প অল্প করে ফেরৎ দেয়া শুরু করুন। শ্বশুরের সাথে আলোচনা করে নিন যে, আপনি তার সকল টাকা ফেরৎ দিবেন। তবে এক বারে পারছেন না, ধীরে ধীরে দিয়ে দিবেন। সময় নিয়ে হলেও সব টাকা ফেরৎ দিতে হবে।