আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6260

পবিত্রতা

প্রকাশকাল: 21 মার্চ 2023

প্রশ্ন

রমাজানের বাইরে স্বপ্নদোষ হলে যেভাবে পবিত্রতা অর্জন করতে হয়, রমাজানেও কি একই? এখানে আমার জানার বিষয় হলো, অনেকে ফরজ গোসল করার ক্ষেত্রে কুলি করা এবং নাকে পানি দেওয়ার সময় স্বাভাবিক থেকে অনেক গভীরে পানি পৌঁছাতে বলে। এক্ষেত্রে রমাজানের বাইরে তো সম্ভব কিন্তু রোযা অবস্থায় এটা করতে গেলে রোযার ক্ষতি হতে পারে। এই অবস্থায় কি করবো? গভীরে পানি পৌঁছাতে বলাটি কি মাসায়েল অনুযায়ী স্বতসিদ্ধ নাকি দুর্বল?

উত্তর

রমাজান মাসে কুলি ও নাকি পানি দেয়ার কাজটি হালকাভাবে করতে হবে। গভীরে পানি দেয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, بالغ في الاستنشاق، إلا أن تكون صائما ভালোভাবে নাকে পানি দাও তবে রোযা অবস্থায় নয়। -সুনানু আবু দাউদ, হাদীস নং ২৩৬৬ । হাদীসটি সহীহ। সুতরাং রোজার বাইরে ভালোভাবে গভীরে পানি পৌঁছাতে হবে, রোজা রাখার সময় হালকা করে পানি দিতে হবে।